আর্কাইভ থেকে জাতীয়

ভারত ফেরত যাত্রীদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় ভারত ফেরত যাত্রীদের নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার।

মঙ্গলবার বিকেলে এ ধরনের নির্দেশনার একটি প্রজ্ঞাপন বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা সরকারি অর্থায়নে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিল। এবার আর সে সুযোগ পাচ্ছে না। তাই যাত্রীদের নিজ খরচেই থাকতে হবে কোয়ারেন্টিনে। ফলে যাত্রীরা দুশ্চিন্তা ও হতাশার পাশাপাশি সরকারি অর্থায়নে কোয়ারেন্টিন চালুর দাবি জানিয়েছেন।

হঠাৎ করে এমন নির্দেশনা আসায় পূর্ব প্রস্তুতি না থাকায় এ মুহূর্তে ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা সম্ভব হচ্ছে না। তবে পরিবেশ তৈরি করে আগামী দুদিনের মধ্যে কোয়ারেন্টিন কার্যক্রম চাল করা সম্ভব হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন