আর্কাইভ থেকে দেশজুড়ে

মাত্র ৬ মাসে কোরআনে হাফেজ শিশু তানিম

মাত্র ৬ মাস ৮ দিনে কোরআনে হাফেজ হলো শিশু তানিম। তার বয়স ১৩ বছর। তানিম শ্রীমঙ্গল মিশন রোর্ডের দারুছুন্নাহ ক্যাডেট মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে সবুজবাগ এলাকার সমর মিয়ার ছেলে।

শিশু তানিম মৌলভীবাজারের দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা থেকে শনিবার হাফেজি সম্পন্ন করে। এতো কম সময়ে কোরআনে হাফেজ হয়ে সবাইকে অবাক করে দিয়েছে শিশু তানিম।

মাদরাসার শিক্ষক খতিব মাওলানা জামাল উদ্দিন বলেন, মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত এত কম সময়ে কেউ কোরআনে হাফেজ হতে পারেননি। তানিম সবাইকে অবাক করে দিয়েছে।

তানিমের বাবা জানান, লেখাপড়ায় তার ছেলে তানিম বেশ মনোযোগী। তার মায়ের অনুপ্রেরণাতেই সে এত কম সময়ে হাফেজ হতে পেরেছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন