আর্কাইভ থেকে জাতীয়

দেশে পৌঁছালো মেট্রো রেলের কোচ

জাপান থেকে অবশেষে মোংলা বন্দরে এসে পৌঁছালো দেশের প্রথম মেট্রো রেলের কোচ।

আজ দুপুরে মোংলায় নোঙ্গর করে কোচবাহী জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা।

বৃহস্পতিবার খালাস শেষে এক সপ্তাহের মধ্যে কোচবাহী জাহাজটি ঢাকায় পৌঁছে যাবে।

গত ৪ মার্চ জাপানের ওবে বন্দর থেকে রওনা দেয় কোচবাহী জাহাজটি। প্রায় ২৭ দিন পর এটি এসে পৌঁছালো মোংলা বন্দরে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন