বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২
কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার রাত ১ টায় দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।
জানা গেছে, বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে গান-বাজনা শুনতে পাশের গ্রামের কিছু যুবক আসেন। তারা অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ উঠে। তখন বিয়ে বাড়ির লোকজন তাদের বের করে দেন। পরে তারা আবারও বিয়ে বাড়িতে আসলে সংঘর্ষ হয়।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হাসপাতালে দুজনের মৃত্যু হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মুনিয়া