আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্টের মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

টেস্ট খেলার যোগ্যতা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভার্চুয়াল বোর্ড এবং কমিটি মিটিংয়ে বাংলাদেশ নারী দল, আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই তিনটি দেশ বাড়ায় টেস্ট খেলুড়ে নারী দেশের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩টিতে।

এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্টও খেলতে পারবে।

এতদিন ১০ দেশের নারীরা টেস্ট খেললেও সেখানে ছিল না বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে দেশগুলো হলো- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন