আর্কাইভ থেকে আবহাওয়া

এপ্রিল মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা

এপ্রিল মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড়ও হতে পারে।

তিনি আরও জানান, চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলের কোন কোন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেতে পারে।এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যারও আশঙ্কা করা হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন