রাজধানী

মেঘের আড়ালে রোদের খেলা, ঢাকায় ঝড়–বৃষ্টির নেই আশঙ্কা

শীতের মৃদু ছায়া আর নরম রোদের আলতো স্পর্শে আজও জেগে উঠছে রাজধানী ঢাকা। গত কয়েক দিনের মতো শনিবারও দিনের বড় একটি সময় সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালের আলোয় ঢাকার আকাশে কখনো মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি কিংবা ঝড়ের কোনো আশঙ্কা নেই।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময়ে বৃষ্টিপাত বা বজ্রপাতের কোনো শঙ্কাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯ শতাংশ, যা দিনের আবহাওয়াকে রাখছে তুলনামূলকভাবে শুষ্ক ও আরামদায়ক।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে দেখা যায়, আগের দিন শুক্রবারও রাজধানীতে একই ধরনের তাপমাত্রা বিরাজ করেছে। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। পরদিন রোববার সূর্য উঠবে ভোর ৬টা ৪২ মিনিটে। শীতের শেষ প্রান্তে দাঁড়িয়ে এমন আবহাওয়া নগরবাসীর জন্য এনে দিচ্ছে স্বস্তির এক বিরতি- না কনকনে ঠান্ডা, না আবার অতিরিক্ত গরম; শুধু নরম রোদ আর শান্ত দিনের ছোঁয়া।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন