রাজধানীতে ব্যাংকারের রহস্যজনক মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উত্তর বাড্ডার একটি আবাসিক ভবনের ছাদ থেকে ওই ব্যাংক কর্মকর্তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা শচীন বিশ্বাসের ছেলে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, সংবাদ পেয়ে উত্তর বাড্ডার একটি নয়তলা ভবনের ছাদে গিয়ে সুবীর বিশ্বাসকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসি//