আর্কাইভ থেকে দেশজুড়ে

জেনারেটরের জ্বালানিতে মসজিদের খাদেম অগ্নিদগ্ধ

নরসিংদীতে মসজিদের জেনারেটরে জ্বালানি তেল ভরার সময় মসজিদের এক খাদেম অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ ওই খাদেমের নাম মো. বাদল মিয়া (৪০)। তিনি ঘোড়াদিয়া সংগীতা এলাকার মৃত ঠেলা মিয়ার ছেলে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বাইতুল ইসলাম জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানান, ঘোড়াদিয়া এলাকার দুটি দোকানে সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর সময় পুরো এলাকাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঘোড়াদিয়া এলাকা  থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বাইতুল ইসলাম জামে মসজিদটির অবস্থান। এশার নামাজ পড়তে যখন মুসল্লিরা ওই মসজিদে আসতে শুরু করেন তখন বিদ্যুৎ ছিল না। তখন মসজিদটির খাদেম মো. বাদল মিয়া মোমবাতি নিয়ে জেনারেটরে ডিজেল ভরছিলেন। হঠাৎ করেই মোমবাতির আগুন ওই ডিজেলে লেগে আগুন লাগে। এতে মো. বাদল মিয়া অগ্নিদগ্ধ হন।

পরে উপস্থিত জনগণ দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান।

চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, আগুনে তার শরীরের মোট ৩০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন