আর্কাইভ থেকে বলিউড

হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার, শুটিং সেটে ৪৫ কর্মী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। 

রোববার (৪ এপ্রিল) থেকে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই সুপারস্টার। কিন্তু একদিনেই শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত ভর্তি হাসপাতালে হন এ বলিউড তারকা।

করোনা আক্রান্তের কথা রোববার সকালে নিজেই টুইট করে ভক্তদের জানিয়েছিলেন। আজ জানালেন নিজের শারীরিক পরিস্থিতির কথা।

সোমবার (৫ এপ্রিল) সকালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার টুইটে লেখেন, আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ। প্রার্থনার সুফল পাচ্ছি আমি। সুস্থ হচ্ছি ধীরে ধীরে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়ি ছাড়া পাব বলেই আশা করছি। নিজেদের খেয়াল রাখুন। 

এর আগে অক্ষয় অনুরোধ জানিয়েছিলেন, তার সংস্পর্শে আসা মানুষেরা যেন অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নেয়। কথামতো অক্ষয়ের ‘রাম সেতু’ সিনেমার শুটিংয়ের সব কলাকুশলী ও স্টাফরা করোনা টেস্ট করান। শুটিং সেটের ৪৫ জন কলাকুশলী করোনায় আক্রান্ত বলে রিপোর্ট পাওয়া গেল। এমন ভয়ঙ্কর সংবাদে কেঁপে উঠেছে বলিউড। বলিউডজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১০০ জনের কোভিড পরীক্ষা করে ৪৫ জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে। সেটে সংক্রমণ ছড়িয়ে পড়তেই ‘রাম সেতু’ ছবির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।  আজ মুম্বাইয়ের অন্যত্র ছবির শুটিংয়ের কথা ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন