আর্কাইভ থেকে জনদুর্ভোগ

মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

লকডাউন স্থগিত করে মার্কেট খোলে দেয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এ সময় তারা সড়ক অবরোধ করে রাখেন।

এ সময় ব্যবসায়ীরা বলেন, তাদের স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খোলার অনুমতি দেয়া হোক। দোকান না খোলতে পারলে না খেয়ে মরতে হবে তাদের।

তারা বলেন, রোজার ঈদেই তাদের বাড়তি আয় হয়, যা সারা বছর চলে। এখন ঈদের আগে যদি মার্কেট বন্ধ থাকে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে। বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে বলেছেন কেউ কেউ।

বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইলো স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেয়া হয়। না হলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে।   

এ সম্পর্কিত আরও পড়ুন