আর্কাইভ থেকে দেশজুড়ে

ধর্ম ব্যবসায়ীদের কথার সাথে কাজের মিল নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

ধর্মের নামে যারা ব্যবসা করতে চায়, যারা মানুষকে ধোকা দিতে চায়, প্রতারণা করতে চায় এদের সম্পর্কে সজাগ থাকতে হবে। এরা আমাদের পবিত্র ধর্ম ব্যবহার করছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে অসহায় ও দরিদ্রদের মধ্যে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আজ দেশ ও সারা পৃথিবী খুব কঠিন অবস্থার মধ্যে রয়েছে। করোনাভাইরাসের কারণে বিভিন্ন কর্মকাণ্ড স্থবির। এই অবস্থায় দেশের কিছু সংখ্যক লোক ধর্মের নামে যেভাবে মিথ্যাচার করছে তা আপনারা নিশ্চয় জানেন।

তিনি আরো বলেন, নিজে ভালো হয়ে আরেকজনকে বলতে হয়। ধর্ম ব্যবসায়ীদের কাজের সাথে কথার কোনও মিল নেই। তারা মুখে যা বলে কাজে তার বিপরীত। হক্কানী আলেমদের বলব আমাদের কোরআন হাদিসে যে কথা আছে মানুষকে সেভাবে চলার জন্য পরামর্শ দেবেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, সিকদার মোশারফ হোসেন, সিকদার জহিরুল ইসলাম জয় প্রমুখ।

পরে মন্ত্রী ১৭১ জন হতদরিদ্রের মাঝে ৫ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ ছাড়া উপজেলার পশ্চিম সূত্রাপুর এলাকার আব্দুল বাছেদের হাতে ধানকাটা মারাই মেশিনের চাবি তুলে দেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন