আর্কাইভ থেকে জাতীয়

আগের চেয়ে কমেছে নৌ-দুর্ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

নৌ-দুর্ঘটনা আগের চেয়ে কমেছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

বুধবার (৭ এপ্রিল) নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদীমাতৃক এবং সমুদ্র উপকূলীয় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে নৌপরিবহনের গুরুত্ব অপরিসীম। আমাদের এই অর্জনকে সুসংহত ও টেকসই করতে হবে।

মন্ত্রী বলেন, নদী বেষ্টিত বাংলাদেশে নৌ-নিরাপত্তা সপ্তাহ পালনের গুরুত্ব অপরিসীম। অন্যান্য পরিবহনের তুলনায় নৌপথ অধিকতর সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলা নৌপবিহন অধিদফতরের অন্যতম প্রধান দায়িত্ব। জানমালের নিরাপত্তার জন্য অধিদফতর থেকে বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা দেখতাম প্রতি বছর যখন একটা ছুটি সেই সময়ে একটা বড় দুর্ঘটনা ঘটত। সেগুলো হ্রাস পেয়েছে, একদম চলে গেছে সেটা বলব না।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সেক্টরের নৌযান সার্ভে ও রেজিস্ট্রেশন প্রতিবেদনসহ জাহাজের নাবিকদের সব তথ্য সম্বলিত অনলাইন ডিজিটাল ডাটাবেইজ সংরক্ষণ করা হচ্ছে। সরকারের এমন বাস্তবমুখী পদক্ষেপের কারণে নৌপরিবহন খাত দুর্বার গতিতে এগিয়ে চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন