আর্কাইভ থেকে আইন-বিচার

চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদে কোন বাধা থাকলো না

চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদে আর কোন বাধা থাকলো না। গত ২২ মার্চ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সেই সাথে আগামী ২১ জুন পরিবেশ অধিদপ্তরের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও অ্যাডভোকেট কামরুল ইসলাম কিরন।

চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ কার্যকর করতে জেলা প্রশাসন আদালতে কাছ থেকে কয়েকদফা সময় নিলেও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়ায় জেলা প্রশাসকসহ সংশ্লিস্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। ইটভাটা মালিকরা হাইকোর্টে ৮টি রিট আবেদন করেন। এ রিট আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্ট গত ২২ মার্চ এক আদেশে ৪৫ দিনের মধ্যে ইটভাটাগুলো উচ্ছেদ না করার নির্দেশ দেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন