আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে একদিনে আক্রান্ত ৪২, ১ বছরে ৩৩৫৩ জন

নরসিংদীতে করোনা হানা দেয়ার ১ বছর পূর্ন হয়েছে। বুধবার নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এক বছরে করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩৫৩ জনে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) এই তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা: মো: নূরুল ইসলাম।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এক বছরে জেলার ছয়টি উপজেলা থেকে মোট ২১ হাজার ৫৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে তিন হাজার ৩৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮১২ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন। তাদের মধ্যে সদর ৩০, পলাশ ৩, বেলাব ৬, রায়পুরা ৭, মনোহরদী ২ ও শিবপুরে ৭ জন।

উল্লেখ্য, গত বছরের আজকের দিনে পলাশ উপজেলায় জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

নরসিংদীর সিভিল সার্জন ডা: মো: নূরুল ইসলাম বলেন, নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ৩৫৩ জন। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন