আর্কাইভ থেকে দেশজুড়ে

রংপুরে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু

রংপুরে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এ টিকা দেয়া হচ্ছে।

দ্বিতীয় ডোজের টিকা দেবার আজ প্রথম দিনে সকাল ১০টা থেকে টিকা দেয়া শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে টিকা গ্রহণকারীর ভীড় বাড়তে দেখা গেছে।সরকারী কর্মকর্তা চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকল স্তরের মানুষ কেন্দ্রে এসে টিকা গ্রহণ করছেন। 

কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনার প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে যাদের দুই মাস অতিবাহিত হয়েছে শুধু তারা দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন। টিকা গ্রহণের পর কোন সমস্যা হয়নি এমনকি কোন পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন টিকা গ্রহণকারীরা।

রংপুর সিভিল সার্জনের তথ্যমতে করোনার ২য় ডোজের জন্য এক লাখ ১৪ হাজার টিকা রংপুরে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো টিকা আসবে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন