আর্কাইভ থেকে জাতীয়

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন

আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ দুপুরে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ১৪ এপ্রিল থেকে দেশে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসময় গার্মেন্টস কলড়-কারখানাও বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য লকডাইন ছাড়া আর কোনো বিকল্প পথ দেখছে না সরকার।

গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, হোটেল-রেস্তারাঁসহ গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর ৭ এপ্রিল থেকে সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় সরকার।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখার জন্য বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে সরকার।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন