করোনা আক্রান্ত এমপি ডিউক চৌধুরী
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন চিকিৎসকদের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালোই আছে।
আজ শুক্রবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম এ সদস্য ২০১৪ সালে রংপুর-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।
শেখ সোহান