করোনা আক্রান্ত বিসিবি পরিচালক আকরাম খান
বিসিবি পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১০ এপ্রিল) সকালে তিনি নিশ্চিত করে বলেন, গতকাল করোনা টেস্ট করার পর সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে আছেন। আজ তার সহধর্মিণী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে। সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে তাদের দুই সন্তানকে।
জানা যায় গত ৩-৪ দিন ধরে তিনি গলাব্যথা ও ঠাণ্ডায় ভুগছিলেন। যার ফলে তিনি করোনা পরীক্ষা করেন। এরপরেই তিনি করোনা পজিটিভ হন।
আরও পড়ুন: করোনার মধ্যেই এল এইডসের টিকা: দাবি বিজ্ঞানীদের
এএ