আর্কাইভ থেকে এশিয়া

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, সাতজনের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভা ও বালি দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মারা গেছে অন্তত সাতজন। শনিবারের প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা নাগাদ দ্বীপের দক্ষিণাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠে উপকূলীয় অঞ্চল। এর কেন্দ্রস্থল ছিলো মালাংয়ে, ভূভাগের ৮২ কিলোমিটার গভীরে। দেশটির বেশ কিছু শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্লামেন্ট ভবন, স্কুল, হাসপাতাল, ঘরবাড়িসহ অসংখ্য স্থাপনা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, পার্বত্য অঞ্চলগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। ভূমিকম্পের পরপর কয়েকটি আফটারশক আঘাত হানলেও এতে সুনামি সতর্কতা নেই। তবে রয়েছে ভূমিধসের পূর্বাভাস।

অনেকে মাটিচাপা ঘরবাড়ির নিচে আটকা পড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। তাদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান।

ইন্দোনেশিয়ায় চলতি সপ্তাহে মৌসুমী ঝড় সেরোজার তাণ্ডবে মারা গেছে অন্তত ১৬৫ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন