আর্কাইভ থেকে দেশজুড়ে

নিজেদের নাগরিককেই গুলি ছুড়লো বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীসান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ভারতীয় এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ভারতীয় ওই নাগরিকের নাম মিলন মিয়া (১৮)। সে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।

শনিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম ও নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত ওই কিশোর জানায়, শনিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাটের অনন্তপুর বিওপি ও  ভারতের আওতাধীন সীমান্ত পিলার ৯৪৬/৫ এস এর পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুঁড়ে, এতে তার বুকের ডান দিক গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ বিষয়টি জানার পর তাকে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ওসি রওশন কবির জানান, আহত ওই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিজিবি সিদ্ধান্ত নেবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন