আর্কাইভ থেকে বিএনপি

করোনা নিয়ে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছে সরকার : ফখরুল

করোনার টেস্টই করা হচ্ছে না। মানুষ টেস্ট করাতে পারছে না। তাহলে কীভাবে সঠিক পরিসংখ্যান দেবেন। পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছে সরকার। করোনা সমস্যা সমাধানে সরকার কারো পরামর্শ নিচ্ছে না। করোনা মহামারি মোকাবিলা জনগণকে সম্পৃক্ত করে জাতীয় কমিটি করতে হবে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তাই লকডাউনের নামে জনগণের ওপর সরকার শাটডাউন চাপিয়ে দিচ্ছে। যারা দিন আনে, দিন খায় তাদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া হয়নি।

বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম জিয়ার মুক্তি ও পূর্ণাঙ্গ জামিন চান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন