আর্কাইভ থেকে এশিয়া

উপাসনালয়সহ ঘরবাড়িতে লুটপাট করছে মিয়ানমার সেনারা

মিয়ানমারে উপাসনালয়সহ ঘরবাড়িগুলোতে লুটপাট করছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগই এনেছে দেশটির গণমাধ্যম মিয়ানমার নাও। গণমাধ্যমটি বলছে, সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের নামে লুটপাট চালায় সেনারা।

বুধবার স্থানীয় সময় দুপুরে বিক্ষোভকারীদের ব্যারিকেড ভেঙ্গে থাজিন ওয়ার্ডের বাড়িগুলোতে তল্লাসি চালায় এবং গুলি ছুঁড়ে সেনারা। এ ঘটনায় কতজন নিহত হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার মান্দালয়ায়ে দুই জন, ভারতের সঙ্গে সীমান্তলাগোয়া এলাকা তামুতে এক দম্পতি এবং ইয়াঙ্গুনে একজনকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। দেশজুড়ে নববর্ষ উদযাপনের মধ্যেই ঘরবাড়িগুলোর দেয়ালে লাল রঙ করে স্বৈরাচারের বিরুদ্ধে রক্তাক্ত প্রচারণা নামে বিক্ষোভ করেছে দেশটির জনগণ।

এদিকে মিয়ানমারে জান্তাবিরোধী ডাক্তারদের নির্বিচারে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ৪০ শিশুসহ সাত শতাধিক মানুষকে হত্যার খবর নিশ্চিত করেছে পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন