আর্কাইভ থেকে করোনা ভাইরাস

জার্মানিতেও ভয়াবহ করোনা পরিস্থিতি

ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে চলমান লকডাউন আরও কড়াকড়ি করার দিয়েছে জার্মান সরকার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার জার্মানিতে করোনায় মারা গেছে অন্তত সাড়ে তিন শ’ জন। একইসঙ্গে আক্রান্ত হয়েছে ত্রিশ হাজারের বেশি মানুষ।

দেশটির রবার্ট কক ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাকে রুখতে অ্যাঙ্গেলা মার্কেল সরকারের দেওয়া সব বিধিনিষেধ, নিয়মনীতি বা লকডাউনের মতো কর্মসূচি যেন উলুবনে মুক্তো ছড়ানোর মতো হয়ে গেছে।

জার্মানিজুড়ে করোনার সঙ্গে সঙ্গে বাড়ছে এর নতুন ধরনের স্ট্রেইন। এ পরিস্থিতিতে ১৮ এপ্রিল পর্যন্ত দেওয়া লকডাউন আরও কড়াকড়ি আরোপ করার পরিকল্পনা নিয়েছে মার্কেল সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন