আর্কাইভ থেকে বিএনপি

সিটিস্ক্যান করাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটিস্ক্যানের করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে বিএনপির প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই বার জ্বর এসেছিল। তবে এখন তার অবস্থা স্বাভাবিক রয়েছে। আমরা তার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছি।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে গুলশানে বেগম জিয়ার বাসভবনে তার সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার ব্লাড রিপোর্ট ভালো। যে কোনও সময় তার সিটিস্ক্যান করানো হবে। ইতোমধ্যেই আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’

গেলো ১০ এপ্রিল খালেদা জিয়ার নমুনা নেয়া হয়। ওই রাতেই ফল পজিটিভ আসে। পরদিন রোববার বিকালে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন