কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জামুদ্দি (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার রাতে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হামির বাজার নামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে জামুদ্দি মিয়া সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চিলমারী থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রোববার দুপুরে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। নিহত ব্যক্তি উপজেলার তবকপুর ইউনিয়নের মধ্য বিজয়রাম তবকপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। আরও পড়ুনঃ
নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
শেখ মনি মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে নিমজ্জিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এস