আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু প্রায় ১২ হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে প্রায় ১২ হাজার মানুষ। মোট প্রাণহানি ৩০ লাখ ২৩ হাজার ছাড়ালো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখনও প্রতিদিনের মৃত্যুর শীর্ষে ব্রাজিল। শনিবার দেশটিতে মারা গেছে প্রায় তিন হাজার জন। এ নিয়ে ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ৭২ হাজারের কাছাকাছি।

ভারতে একদিনে আবারো করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। শনিবার সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ ৬০ হাজার মানুষের শরীরে। দেশটিতে একই সময়ে মারা গেছে প্রায় দেড় হাজার জন। এ নিয়ে মোট মারা গেল এক লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।

এদিন যুক্তরাষ্ট্রে মারা গেছে সাত শতাধিক মানুষ। সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৬২ হাজার মানুষের শরীরে।

শনিবার ছয় শ’র বেশি মানুষের মৃত্যু দেখেছে ইউরোপের পোল্যান্ড।

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে শনিবার মেক্সিকো এবং ইউক্রেনে মারা গেছে চার শতাধিক মানুষ। এ সংখ্যা রাশিয়া-ইতালিতে ৩শ’।

করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন জারি করা হয়েছে আর্জেন্টিনা এবং কানাডার অন্টারিওতে। ভেনেজুয়েলায় ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ করেছে শত শত নাগরিক।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩০ লাখ ২৪ হাজারের কাছাকাছি। মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ কোটি ১৩ লাখের বেশি মানুষের শরীরে। আর প্রাণঘাতি ভাইরাস থেকে সুস্থ হয়েছে প্রায় ১২ কোটি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন