আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা শনাক্তের সংখ্যা ১৪ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে

সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ি, বিশ্বজুড়ে মোট করোনা রোগীর শনাক্তের সংখ্যা ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৯৫৪। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬৫ জনের। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি পাঁচ লাখ ৩১ হাজার ৬৮৫ জন।

বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ চার হাজার ৪৫৪। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮১ হাজার ৬১ জনের

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭। এর মধ্যে এক লাখ ৭৮ হাজার ৭৯৩ জনের মৃত্যু হয়েছে।

এর পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল মানে আক্রান্ত বিবেচনায় দেশটির স্থান তৃতীয়তে।দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ৭১ আর মৃত্যু হয়েছে তিন লাখ ৭৩ হাজার ৪৪২ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন