আর্কাইভ থেকে অপরাধ

আটোয়ারীতে ছেলের হাতে মা খুন

পঞ্চগড়ের আটোয়ারীতে ছেলের কুড়ালের আঘাতে যাত্রী রাণী (৭৫) নামে এক মায়ের মৃত্যুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।  

উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া ঝাকুয়া পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মৃত রমেশ বর্মনের স্ত্রী যাত্রী রাণী (৭৫) তার ছোট ছেলে যতীন বর্মনের (৩২) সাথে খাওয়া নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে তার হাতের কাছে থাকা কুড়াল দিয়ে তার মায়ের পায়ে আঘাত করে। আঘাতে মাটিতে লুটে পড়ে তার মা।  

পরে প্রতিবেশীরা যাত্রী রাণীকে স্থানীয় পল্লী চিকিৎসক ভোলা নাথ পালের কাছে নিয়ে যায়। ভোলা নাথ পাল প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিসার জন্য ঠাকুরগাঁও নিয়ে যেতে বলেন। ৩ এপ্রিল যাত্রী রাণীকে ঠাকুরগাঁওয়ের আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। আর্থিক সঙ্কটের কারণে হাসপাতালে না থেকে যাত্রী রাণীকে তারা বাড়িতে নিয়ে আসেন।  

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে মারা যান যাত্রী রাণী।    

এ ঘটনায় মৃত যাত্রী রাণীর বড় ছেলে ভবেশ বর্মন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

পুলিশ যাত্রী রাণীর হত্যা মামলার আসামি তার ছেলে যতীন বর্মনকে আটক করে। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন