আর্কাইভ থেকে জাতীয়

ওমানে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশিদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো দেশটির করোনাভাইরাস প্রতিরোধে গঠিত সুপ্রিম কমিটি। 

বুধবার (২১ এপ্রিল) কমিটির এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানে খবরটি প্রচার হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

একই সঙ্গে উল্লেখিত রাষ্ট্রগুলোতে গত ১৪ দিনের ভেতর ভ্রমণকারীরাও ওমানে প্রবেশ করতে পারবে না। তবে ওমানের নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে ওমান তথা বাংলাদেশের আকাশপথ বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ। তবে সম্প্রতি ওমান, কাতার, আরব আমিরাত ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করে।

এদিকে ওমানের এমন সিদ্ধান্তে নানান বিপাকে পড়বেন দেশে ছুটিতে আসা ওমান প্রবাসীরা। অনেকের ভিসার মেয়াদ শেষ। তারা নির্ধারিত সময়ের ভেতর প্রবেশ করতে না পারলে ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন