৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশীয় সাবমেরিন নিখোঁজ
৫৩ জন আরোহীকে নিয়ে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিন নিখোঁজ হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে মহড়া চালানোর সময় এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
ইন্দোনেশীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। জার্মানির তৈরি এ সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান বলেন সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। অনুসন্ধান কার্যক্রমের জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।
তবে, দেশ দুটির পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজনো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নৌবাহিনী এটিকে খুঁজছে। এই এলাকাটি আমাদের পরিচিত, তবে এটি বেশ গভীর।
এএ