বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১৪ হাজারের বেশি
বিশ্বব্যাপী করোনার তাণ্ডবে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪ হাজারের বেশি মানুষ। এ সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় পৌনে ৯ লাখ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গেল ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল। দেশটিতে একদিনে করোনায় মারা গেছে অন্তত তিন হাজার ১৫৭ জন। শনাক্ত হয়েছে প্রায় ৭২ হাজার মানুষের শরীরে। ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে মোট মৃত্যু ছাড়ালো তিন লাখ ৮১ হাজার। মোট শনাক্ত এক কোটি ৪১ লাখের বেশি।
আবারও করোনায় সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে ভারতে। বুধবার দেশটিতে রেকর্ড মৃত্যু দুই হাজার ১০২ জন। একদিনে শনাক্ত ছাড়িয়েছে তিন লাখ ১৫ হাজার। ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে এক লাখ সাড়ে ৮৪ হাজারের বেশি মানুষের। মোট শনাক্ত ছাড়িয়েছে এক কোটি ৫৯ লাখ।
এদিন ৮৩৪ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে ভাইরাসটি মিলেছে ৬৩ হাজারের বেশি মানুষের শরীরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৬ লাখের বেশি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৩ হাজার জন।
এদিকে, করোনায় পোল্যান্ডে মৃত্যু হয়েছে সাত শতাধিক মানুষের। এই সংখ্যা তিন শতাধিক ফ্রান্স, রাশিয়া, ইতালি ও তুরস্কে।
করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে ল্যাটিনের আরেক দেশ আর্জেন্টিনায়। সংক্রমণ ঠেকাতে দেশটিতে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ৩০ লাখ ৭১ হাজার। মোট সংক্রমিত ১৪ কোটি ৪৪ লাখের বেশি। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ কোটি ২৮ লাখের বেশি মানুষ।
এসএন