ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড
ভাইরাসের প্রকোপে গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে দুই হাজার ১০২ জন। নতুন করে শনাক্ত হয়েছে সোয়া তিন লাখের বেশি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ভারতে আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে মহারাষ্ট্র রাজ্য। রাজ্যটিতে একদিনে মারা গেছে পাঁচ শতাধিক মানুষ। আক্রান্ত শনাক্ত ছাড়িয়েছে ৬০ হাজার।
এরপরই রাজধানী দিল্লির অবস্থান। সেখানে মারা গেছে অন্তত ২৭৭ জন। এ নিয়ে দিল্লিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে ছত্তিশগড় রাজ্যে মারা গেছে ১৯১ জন। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশ, গুজরাট আর কর্ণাটকে।
এদিকে, করোনা রোগীর চাপে ভারতজুড়ে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। সংকট নিরসনে কেন এখনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চেয়েছে দিল্লির উচ্চ আদালত। অক্সিজেন সংকটের অভিযোগে ম্যাক্স গ্রুপের শুনানি চলার সময় প্রশ্ন ছুড়েছে আদালত।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে এক লাখ সাড়ে ৮৪ হাজারের বেশি। মোট শনাক্ত হয়েছে এক কোটি ৫৯ লাখের ওপর।
এসএন