আর্কাইভ থেকে দেশজুড়ে

শ্বাসরোধে স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, আটক ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে আকরাম আলী (১৬) নামে আরেক কিশোরের বিরুদ্ধে। নিহত ওই কিশোরের নাম ইমন হোসেন (১৩)। ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। অভিযুক্ত কিশোর আকরাম আলীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে কোয়ালিবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি দীপক কুমার দাস জানান, আবু সাঈদ নামে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে আকরাম আলী। চুরির বিষয়টি স্কুলছাত্র ইমন আবু সাঈদকে জানিয়ে দেয়। এঘটনা আকরাম পরিকল্পিতভাবে তাকে ডেকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।পরে মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে রাখে।

ভুট্টাক্ষেতের মালিক গোলাপ মিয়া বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের নিয়ে আকরামকে ধরে ফেলে। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরামকে আটক করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন