আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনার ট্রিপল মিউট্যান্ট শনাক্ত

ভারতে এবার নতুন ধরনের ট্রিপল মিউট্যান্ট করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনটি আলাদা স্ট্রেইন এক হয়ে নতুন ধরনটি গঠন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রিপল মিউট্যান্ট করোনা সংক্রমণ ক্ষমতায় প্রায় তিনগুণ শক্তিশালী। যাতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।

এই ট্রিপল মিউটেশনের জন্যই দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞরা বলেছে, করোনার নতুন এই ধরন আরও বেশি সংক্রামক এবং বহু মানুষকে দ্রুত অসুস্থ করে তুলছে। করোনার তিনটি আলাদা স্ট্রেইন মিলে তৈরি এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতাও প্রায় তিনগুণ বেশি।

এদিকে, নতুন করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলো কতটা কার্যকর তা জানতে পরীক্ষা-নীরীক্ষা চলছে। তবে, করোনা টিকা থেকে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা ট্রিপল মিউট্যান্ট করোনা ভাইরাস সহজে ফাঁকি দিয়ে কোষে প্রবেশ করতে পারে বলে মনে করে গবেষকরা।

মিউটেশনের জন্য নতুন ভ্যারিয়েন্টটি শিশুদেরও আক্রান্ত করছে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি করে।

এখন পর্যন্ত করোনার এই নতুন ধরন নিয়ে খুব বেশি তথ্য জানা নেই বিজ্ঞানীদের।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন