আর্কাইভ থেকে দেশজুড়ে

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় এক স্বেচ্ছাসেবক লীগ ও এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) রাত ৩টার দিকে সদর থানায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে পুলিশ এ মামলাটি করেন।

সদর থানার ওসি মাসুক আলী বলেন, ১৯ এপ্রিল হবিগঞ্জ শহরের চিড়াকান্দিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ করতে গেলে সংঘর্ষকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

ওসি বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান সানি এবং জেলা যুবলীগ নেতা রাসেলকে আটক করা হয়েছে।

গত ১৯ এপ্রিল হবিগঞ্জ শহরের চিড়াকান্দিতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও তার প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে উভয় পক্ষের লোকজন। আহত হন অন্তত ১০ জন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন