আর্কাইভ থেকে বাংলাদেশ

বাড্ডা-শাহজাদপুরে তিন মাস পানি নেই

গত তিন মাস ধরে পানি পাচ্ছেন না রাজধানীর বাড্ডা-শাহজাদপুর এলাকার মানুষ। এরফলে গরমে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে কয়েক লাখ মানুষের জন্য একটি মাত্র পানির টিউবওয়েল। সেখান থেকে পানি সংগ্রহ করেন এলাকাবাসী। 

এদিকে বারবার পানির জন্য আন্দোলন করে শুধুই মিলেছে আশ্বাস, বাস্তবে মেলেনি এক ফোঁটা পানিও। এ বিষয়ে ওয়াসা বলছে, সমস্যা সমাধানের কাজ শুরু হয়েছে।

ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, এটা একটা সাময়িক সমস্যা, এটা কিন্তু ওভারল আমাদের এক বা দুই পারসেন্ট একটু সমস্যা। একটু সময় গেলে ঠিক হয়ে যাবে।  

পানি সংকট দেখা দিলে ১৬১৬২ এই নম্বরের যোগাযোগ করা হলে দ্রুত ওই এলাকায় পানি পৌঁছে দেয়ার আশ্বাস দেয় ওয়াসা।

স্থানীয়রা জানান, রমজান, লকডাউন এবং মহামারির এই সময়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি হলেও পানি পাওয়া এই এলাকার মানুষের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই তারা সংকট সমাধানে ওয়াসাকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুভ মাহফুজ

 

এ সম্পর্কিত আরও পড়ুন