আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে ফেসবুক বন্ধ

মিয়ানমারে সেনাশাসন ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে  জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, সামরিক অভ্যুত্থান কোনও দেশ শাসনের উপায় হতে পারে না। একই সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি-সহ অন্যান্য রাজনীতিবিদদের মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন, তিনি।জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ বলেছেন, শাসনের নামে ধরকাপড় এবং গণতন্ত্র চর্চায় বাধা দেয়া অন্যায়। এদিকে মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে অস্থিতিশীলতা প্রতিরোধের অজুহাতে ফেসবুক বন্ধের ঘোষণা দিয়েছে । এদিকে, সূ’চির বিরুদ্ধে দায়ের করা  তাঁর দুই বছর কারাদণ্ড হতে পারে আভাস দিয়েছে  লন্ডনভিক্তিকি একটি গন মাধ্যম। অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি এবং ব্যবহারের অভিযোগে বুধবার এই  মামলা করে পুলিশ।

মইনুল

এ সম্পর্কিত আরও পড়ুন