আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্ব করোনায় মৃত্যু ছাড়ালো ৩১ লাখ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩১ লাখ। গেল ২৪ ঘণ্টায়ও মারা গেছে প্রায় সাড়ে ১৩ হাজার জন। একই সময়ে ভাইরাস মিলেছে আট লাখ ২১ হাজারের বেশি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারিতে প্রতিদিনের মৃত্যু-সংক্রমণে একের পর এক রেকর্ড ভাঙছে ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে দুই ৭৬১ জন। সাড়ে তিন লাখ ছুঁয়েছে প্রতিদিনের সংক্রমণ শনাক্তের সংখ্যা। এর মধ্যে মহারাষ্ট্রেই মিললো ৬৭ হাজারের বেশি মানুষের শরীরে। শনিবার রাজ্যটিতে মারা গেছে ৬৭৬ জন।

তবে করোনায় প্রতিদিনের মৃত্যু তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। মৃত্যকূপে পরিণত হওয়া ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে শনিবারও মারা গেছে প্রায় তিন হাজার মানুষ। নতুন সংক্রমণ সংক্রমণ শনাক্ত হয়েছে ৭০ হাজারের বেশি। দেশটিতে মোট মারা গেছে তিন লাখ সাড়ে ৮৯ হাজার জনের বেশি। ব্রাজিলে মোট শনাক্ত ছাড়িয়ে গেল এক কোটি ৪৩ লাখ।

এদিন ৭৪১ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। একদিনে ভাইরাসটি মিললো অর্ধ-লাখের বেশি মানুষের শরীরে।

করোনায় একদিনে পোল্যান্ডে পাঁচ শতাধিক, মেক্সিকো-কলম্বিয়ায় সাড়ে চার শতাধিক এবং ইউক্রেন-রাশিয়ায় ৪শ’ জনের মতো মানুষ মারা গেছে।

এদিকে, লকডাউন এবং নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার দাবিতে জার্মানি এবং ব্রিটেনের শত শত মানুষ বিক্ষোভ করেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে দেড় লাখ টিকা সহায়তা দিয়েছে চীন। গরীব দেশগুলোকে টিকা দিতে ধনী দেশগুলোর প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানের পরদিনই এই পদক্ষেপ নিলো চীন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্ত রোগী সংখ্যা ১৪ কোটি ৭০ লাখের ওপর। মোট মৃত্যু ছাড়িয়েছে ৩১ লাখ ১২ হাজার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন