আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিববিহীন কলকাতাকে হারালো মোস্তাফিজের রাজস্থান

নিজেদের পঞ্চম ম্যাচে কলকাতাকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফিজের রাজস্থান রাজস্থান। সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্সের ৯ উইকেট করা করা ১৩৩ রানে অনায়াসে পাড়ি দেয় রাজস্থান।

১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৫০ রান তুলে ফেলে রাজস্থানের ব্যাটসম্যানরা। আর শেষ পর্যন্ত ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই ম্যাচটা শেষ করে মোস্তাফিজের দল।

প্রথম পাঁচ ওভারের মধ্যে দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল ফিরে গেছেন। কিন্তু সেটা ম্যাচের ফলে কোনো ভূমিকা রাখেনি। রান তাড়া করতে কোনো বাঁধাধরা ছিল না রাজস্থানের সামনে। টার্গেটে খেলতে নেমে শুরুতেই ফেরেন জস বাটলার। তার ব্যাট থেকে আসে ৭ বলে ৯ রান। মানান ভোরার বিপরীতে খেলতে নামা যশস্বী জয়সওয়াল ১৭ বলে ২২ রান করে ফেরেন সাজঘরে।

এরপর অধিনায়ক সাঞ্জু স্যামসন পরিস্থিতি বুঝে নিয়ে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ১৫ রানের মধ্যে শীভম দুবে (২২) ও রাহুল তেওয়াতিয়ার (৫) আউট একটু আতঙ্ক জাগিয়েছিল। এরপর পঞ্চম উইকেট জুটিতে ম্যাচ শেষ করার পথে নেতৃত্ব দিয়েছেন মিলার। ৩৪ রানের জুটিতে ২৪ রান তুলেছেন মিলার। অন্যপ্রান্তে ৪১ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক স্যামসন। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা। 

প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার শুরুটা ছিল ধীরগতির। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ২৪ রানে শুভমান গিল রানআউট হলে ভাঙে জুটি। শুভমান ১১ রান করেন। রানের খাতা না খুলতেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন কলকাতার অধিনায়ক মরগ্যান। আরেক ওপেনার নিতিশ রানাও একটু পর আউট হয়ে যান ২২ রান করে। কলকাতার পক্ষে সর্বোচ্চ রান আসে রাহুল ত্রিপাটির ব্যাট থেকে। ১ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩৬ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। তবে তার পর দিনেশ কার্তিক ছাড়া কেউই কলকাতার ইনিংসকে তেমন বড় করতে পারেননি। 

৪ চারে ২৪ বলে ২৫ রান করে কার্তিক সাজঘরে ফেরত গেলে আর বেশি লম্বা হয়নি কলকাতার ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে কলকাতার ইনিংস। রাজস্থানের হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন ক্রিস মরিস ও ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মোস্তাফিজ। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন