আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ইরাকে কোভিড হাসপাতালে আগুন: ২৭ রোগীর মৃত্যু

ইরাকের রাজধানী বাগদাদের একটি কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে অন্তত ২৭ জন করোনা রোগী। আকস্মিক এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছে আরও প্রায় অর্ধশত। স্থানীয় সময় শনিবার রাত ৯টা নাগাদ ইবনে খতিব হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে ।

ইরাকের সিভিল ডিফেন্স ইউনিট প্রধানের উদ্বৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হাসপাতালে থাকা অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে এই ঘটনা ঘটে। হাসপাতালের আইসিইউ ওয়ার্ড থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স। এ সময় জরুরি চিকিৎসা নিতে থাকা ১২০ রোগীকে দ্রুত আশপাশের তিনটি হাসপাতালে সরানো হয়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় জনগণ। রাতভর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি।

কয়েক দশকের যুদ্ধ-সহিংসতা আর নিষেধাজ্ঞায় ভেঙ্গে পড়েছে ইরাকের স্বাস্থ্য অবকাঠামো। তার ওপর মহামারি বাড়তি চাপ তৈরি করেছে।

ইরাকে করোনায় মোট প্রাণহানি ১৫ হাজারের বেশি। সংক্রমিত মানুষের সংখ্যা সোয়া লাখের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন