প্রথম বিদেশ সফরেই নিন্দার মুখে মিয়ানমারের জান্তা প্রধান
মিয়ানমারে সামরিক অভ্যূত্থানের পর প্রথম বিদেশ সফরেই নিন্দার মুখে পড়লেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। শনিবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় যান তিনি। সেখানে দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর অবিলম্বে প্রাণঘাতী সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করে আঞ্চলিক জোটটি।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ডাকা হয় আসিয়ানের জরুরি সম্মেলন। দুই ঘণ্টার আলোচনায় জান্তা প্রধানকে নিন্দা-সমালোচনায় কোণঠাসা করে জোটের নেতারা। তারা জানায়, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি অগ্রহণযোগ্য। সহিংসতা চলতে থাকলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে আসিয়ান।
একইসঙ্গে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্টসহ বন্দিদের নিঃশর্ত মুক্তির তাগিদ দেয় আঞ্চলিক নেতৃবৃন্দ। পরিস্থিতি পর্যবেক্ষণে জোট প্রতিনিধিদের মিয়ানমারে প্রবেশাধিকার দেওয়ারও আহ্বান জানানো হয়।
মিন অং হ্লাইং-এর সফরকে কেন্দ্র করে বিশাল বিক্ষোভ করে ইন্দোনেশিয়ার অ্যাকটিভিস্টরা।
গেল এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর থেকে সরকারবিরোধী আন্দোলনকারীদের দমনে কঠোর হয় জান্তা সরকার। চলে দমন পীড়ন। সরকারি বাহিনীর সহিংসতায় মোট নিহত হয়েছে অন্তত ৭৬৮ জন। বন্দি করা হয়েছে তিন হাজারের বেশি মানুষকে।
এসএন