আর্কাইভ থেকে ক্রিকেট

জ্বলে উঠলেন পেসাররা, লিড নিলো শ্রীলঙ্কা

পঞ্চম দিনের সকালে এসে করুণারত্নে-ডি সিলভা দেয়াল ভাঙলেন তাসকিন আহমেদ। অলৌকিক কিছু না ঘটলে পাল্লেকেলের প্রথম টেস্ট ড্রয়ের পথেই এগুচ্ছে। আগের দিনের ৫১২ রানের সঙ্গে এদিন মাত্র ২৩ রান যোগ করতেই অর্থাৎ দলীয় ৫৩৫ রানে জসুয়া ডি সিলভা সরাসরি বোল্ড করেন তাসকিন। তার বিদায়ের ৯ রান পর অর্থাৎ দলীয় ৫৪৪ রানে ডাবল সেঞ্চুরি করা অধিনায়ক দিমুথ করুণারত্নে শান্তর ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। এ দুজনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান নিশানকা। লিটনের ক্যাচ ব্যানিয়ে ফেরান এবাদত হোসেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৬১ রান। ডিকেভেলা ১৩ রানে ও হাসারাঙ্গা ডি সিলভা ১ রানে অপরাজিত আছেন। এতে করে ২২ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা।

এর আগে চতুর্থ দিনে অধিনায়ক দিমুথ করুণারত্মে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পুরো দিন পার কেন দেন। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন