আর্কাইভ থেকে আবহাওয়া

দেশে আজও তাপমাত্রা বাড়বে

বৃষ্টির দেখা নেই। আকাশে নেই মেঘ। দিনভর সূর্য তার রাঙানো চোখ দেখিয়ে য়াচ্ছে। আজও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে।এমনটিই  পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম জানান, আজও সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগসহ ময়মনসিংহ ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই তাপপ্রবাহ আরও দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান থাকবে।

তিনি আরও বলেন, গতকাল যশোরে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘণ্টায় খুলনায় ৩৯.৬, চুয়াডাঙ্গায় ৩৯.৫, কুষ্টিয়ায় ৩৯, ঢাকায় ৩৮ , চট্টগ্রামে ৩৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান ছিল। দেশের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন