দিল্লিতে চলমান লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ
ভারতের রাজধানী নয়াদিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে অন্তত ৩৫৭ জন। করোনা রোগীর উপচেপড়া ভিড় হাসপাতালগুলোতে। অক্সিজেন সংকটে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গতকাল শনিবার একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেছে ২৫ করোনা রোগী। এমন পরিস্থিতিতে রাজধানীতে চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ রোববার এক সংবাদ সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আগামী তিন মে ভোর পাঁচটা পর্যন্ত চলমান লকডাউন জারি থাকবে।
কেজরিওয়াল বলেন, সর্বশেষ ছয় দিনের লকডাউন দিয়েছিলাম। করোনা মোকাবিলায় এটি ছিল আমাদের হাতের শেষ অস্ত্র। তবে লকডাউন সত্বেও করোনার সংক্রমণ কমছে না। প্রতিটি বিভাগের সঙ্গে কথা বলে লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী আরো বলেন, লকডাউনের শুরুতে ৩৬-৩৭ শতাংশ সংক্রমণ ছিল। এখন তা ৩০ শতাংশ নেমেছে। সংক্রমণের এই হার আরও নিচে নামাতে হবে।
এদিকে, আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশজুড়ে করোনা শনাক্ত হয় তিন লাখ ৪৯ হাজারের বেশি মানুষ। আর এদিন করোনায় মারা গেছে দুই হাজার ৭৬০ জন।
এসএন