কাল থেকে করোনার প্রথম ডোজ টিকাদান বন্ধ
পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশে করোনার প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ থাকবে। তবে দ্বিতীয় ডোজ চলবে। জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার ( ২৫ এপ্রিল) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত আগামী ২৬ এপ্রিল থেকে কোভিড-১৯ এর টিাকাদান কার্যক্রমের প্রথম ডোজ টিকা প্রদান সাময়িক বন্ধ থাকবে। এ বিষয়ে টিকাদান কেন্দ্রসমূহকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হলো।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে আগামী মাসের প্রথম সপ্তাহেই ২১ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম।