ধর্ষণ মামলায় রাজশাহী সহকারী স্টেশন মাস্টার গ্রেফতার
ধর্ষণ মামলায় রাজশাহী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মঈন উদ্দিন ওরফে আজাদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর বোয়ালিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি নগরের শিরোইল এলাকায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ঘটনার সঙ্গে আসামীর সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে আসামী ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছে।
গত ১৮ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ (২৫) রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় জানানো হয়, ট্রেনে যাতায়াতের পথেই সহকারী স্টেশনমাস্টার মঈন উদ্দিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মধ্যে প্রায়ই ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। এক পর্যায়ে মঈন উদ্দিন ওই নারীকে রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে আট লাখ টাকা চায়। এর অংশ হিসেবে তিনি আগাম দুই লাখ টাকাও দিয়েছেন। রেলওয়ের চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক বই দেয়ার কথা বলে ১৭ জানুয়ারি ওই গৃহবধূকে নিজের বাসায় ডেকে নেয় মঈন উদ্দিন। ওই নারী সেখানে গিয়ে দেখেন বাসায় কেউ নেই। পরে ফাঁকা বাসায় মঈন উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না বলার জন্য মঈন উদ্দিন ওই নারীকে হুমকিও দেয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেছেন, নিয়ম অনুযায়ী মঈন উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।