আন্ত:জেলা ছিনতাইকারী ও অপহরণকারী চক্রের ৬ জনকে গ্রেপ্তার
আন্ত:জেলা ছিনতাইকারী ও অপহরণকারী চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জিএমপি হেডকোয়ার্টার্সে ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, মুক্তিপণ আদায় করতে গত জানুয়ারি মাসে এই চক্রটি ১৭টি অপহরণ করেছে।
গত ২৩ জানুয়ারি জাঝর এলাকা থেকে তানভীর হোসেন সিয়াম নামে এক স্কুলছাত্রকে অপহরণ করে চক্রটি। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। মূলত এ ঘটনা তদন্ত করতে গিয়ে অপহারকদের সন্ধান পায় পুলিশ।
শেখ সোহান