বাংলাদেশ-ভারত সীমান্ত দুই সপ্তাহের জন্য বন্ধ
ভারতে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ায় আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। আন্তঃমন্ত্রণালয় সভা এ সিদ্ধান্ত হয়েছে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার (২৫ এপ্রিল) বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নেয়।
করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ভারত করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে আজ পর্যন্ত পরিসংখ্যানে ১৬ কোটি ৯৫ লাখ, এক হাজার ৭৬৯ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৯২ হাজার। একদিনেই মারা গেছে দুই হাজার ৭৬১ জন। একদিনেই শনাক্ত তিন লাখ ৪৯ হাজার।