আর্কাইভ থেকে অপরাধ

কালিয়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ৫

পারিবারিক কলহ ঠেকাতে গিয়ে পিটুনিতে রুবেল ব্যাপারি (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। ওই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। নিহত রুবেল গ্রামের সাহেদ ব্যাপারির ছেলে।

শনিবার রাতে উপজেলার বড়কালিয়া গ্রামে ঘটেছে ওই ঘটনা।

পুলিশ জানায়, উপজেলার পৌরশহরের রড়কালিয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে ছুটু বিবির (২৪) সাথে একই গ্রামের কাঞ্চন শেখের ৩/৪ বছর আগে বিয়ে হয়। কাঞ্চন ও ছুটুর পরিবারে কলহ লেগেই ছিল।

ঘটনার দিন রাত ১১ টার দিকে কাঞ্চন ও ছুটুর মধ্যে কলহ সৃষ্টি হলে কাঞ্চনের সহকর্মী প্রতিবেশী রুবেল ঘটনাস্থলে গিয়ে কলহের মিমাংশা করতে গেলে ছুটুর ভাইদের লাঠির আঘাতে রুবেল মারাত্মক আহত হন। আহত রুবেলকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হলে, চিকিৎসাধিন অবস্থায় রোববার সকাল ১১ টার দিকে সে মারা যায়।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেছেন, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

মুনিয়া  

এ সম্পর্কিত আরও পড়ুন